বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (bba) তে বিভিন্ন পদে নিয়োগ

0

 




বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (bba)


আবেদনের শেষ তারিখঃ 2023-11-09


উৎস: Official website


স্থান: বাংলাদেশ



গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার


সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সেতু বিভাগ, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ বনানী, ঢাকা-১২১২।


সাপোর্ট টু ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্প


সেতু ভবন, নিউ এয়ারপোর্ট রোড


www.bba.gov.bd


স্মারক নং: ৫০,০১,০০০০,551.18.18.2012 (অংশ-২) - ২০১৮


২০ আশ্বিন ১৪৩০ তারিখ: ৫ অক্টোবর ২০২৩


নিয়োগ বিজ্ঞপ্তি


नम


বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উন্নয়ন বাজেটের আওতাধীন সাপোর্ট টু ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে (সরকারি বিধি মোতাবেক) জাতীয় বেতনস্কেল, ২০১৫ অনুযায়ী সাকুল্য বেতনে নিম্নবর্ণিত শর্তে জনবল নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছেঃ


পদের নাম, সোকুল্য নেন (জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযা


শিক্ষাগত যোগ্যতঅভিজ্ঞতা



অনু-৩০ কোন স্বীকৃত ইনস্টিটিউট বা শিক্ষা প্রতিষ্ঠান হতে অন্যূন সা ডিপ্লোমা। সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেখা হবে।


(C7E-5-9)


(এক)


সর্বসাকুল্য বেতন: ৯,৬০০/-


02.


ড্রাফটসম্যান


কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক স্কুল মা সমমানের পরীক্ষায় উত্তীনসহ কোন ধীকৃত ইনস্টিটি হে


(C-58)


(এক)


সর্বসাকুল্য বেতন: ১৮,৬০০/-


সংশ্লিষ্ট বিষয়ে ০২ (দুই) বছরের ট্রেডকোর্স সার্টিফিকেটধারী হতে


হবে। ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সার্টিফি সমমানের পরী প্রতি মিনিটে ইংরেজী ও বাংলায় যথাক্রমে ৩০ ও ২০ শব্দ। খ) কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ফি যোগ্যতা হিসাবে বিবেচিত হবে।


অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর


অনুষ্ঠা-৩০


(গ্রেড-১৬)


(ক)


সর্বসাকুলা বেতন: ১৭,৩৪৫/-


আবেদনের শর্ত ও নিয়মাবলী :


৯ নভেম্বর ২০২৩ তারিখ প্রার্থীর অনুর্ধ্ব ৩০ বছর হতে হবে। বীর মুক্তি মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সীমা অনুর্গা ৩২ বছর। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার পুত্র-কন্যাদের ক্ষেত্রে বয়স সীমা অনুষ্ঠা ৩০ বছর। বয়স


প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না ०২. আবেদনকারী বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের w.bba.gov.bd এ প্রবেশ করে e-Recruitment Menu


https://eservice.bba.gov.bd/recruitment এর মাধ্যমে আগামী ১ অক্টোবর ২০২৩ তারিখ সকাল ০৯.০০ টা থেকে শুরু হয়ে ৯ নভেম্বর ২০


বিকাল ০8.০০ টা পর্যন্ত আবেদন করতে পারবেন, আবেদন পরে ন ছবি (দৈর্ঘ্য ৩০০ x ৩ স্বাক্ষর (দৈর্ঘ্য ৩ pixel) ্যান করে নির্মাণ স্থা


আপলোড করতে হবে। ছবি ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ৫০ kb এর মধ্যে হতে হবে, নির্ভুল ভাবে আবেদনপত্র Submit করার পর স্বাক্ষরযুক্ত একটি Auto Generated Registration Card পাবেন। সফলভাে আবেদন করার পর আবেদনকারীর মোবাইলে এসএমএস ও ইমেইলে (যদি দেয়া হয়ে থাকে) একটি User ID ও Password ] [ ]


ঊরু রেজিস্ট্রেশন কার্ডে ফি পরিশোধের নির্দেশনা দেয়া থাকবে। রেজিস্টেশন কার্ডটি প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে:


০৫. প্রার্থীকে সফল ভাবে আবেদনপত্র Submit করার ৭২ (বাহাত্তর ঘন্টার মধ্যে বিকাশের (bKash) মাধ্যমে পরীক্ষার ফি বাবদ সকল পদের জন্য


(অফেরতযোগ্য) ২০০.০০ টাকা ও অনলাইন ফি বাবদ ১০.০০ টাকা সহ সর্বমোট ২১০.০০ (দুইশত দশ টাকা পরিশোধ করতে হবে। আবেদন


করার १২ পাহার) ফন্টার মধ্যে ফি পরিশোধে ব্যর্থ হলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।


06. User ID ও Password দিয়ে প্রার্থী নিজস্ব তথ্য উরু ওয়েবসাইট লিংক হতে পুনরুদ্ধার করতে পারবেন।


বিকাশের মাধ্যমে টাকা জমাদানের প্রক্রিয়া:


১ম ধাপ: আবেদনের ওয়েবসাইটের e-Recruitment menu-তে ক্লিক করে লগইন অপশন Applicant Login বাটনে ক্লিক করুন; User ID ও Password প্রদান করে Applicant Dashboard-এ প্রবেশ করুন


৩য় ধাপ: 'Payment Information / Download Admit Card মেনুতে ক্লিক করুন;


৪র্থ ধাপ: 'Pay with bkash লিংক-এ ক্লিক করার পর একটি পপআপ উইন্ডো আসবে। পপআপ উইন্ডো এর 'your bKash account টেক্সট বক্সে যে বিকাশ এ্যাকাউন্ট থেকে ফি পরিশোধ করা হবে সেটি প্রমান করুন।


number


ম ान বিকাশ একাউন্ট প্রদান করার পর 'CONFIRM বাটনে ক্লিক করুন


৬৬ থাপ, বিকাশ থেকে একটি গোপন Verification Code প্রদানকৃত বিকাশ এ্যাকাউন্টের নম্বরে এসএমএস প্রেরণ করা হবে। "Verification


Code টি প্রদান করে 'CONFIRM বাটনে ক্লিক করুন


ान বিকাশ PIN প্রদান করে CONFIRM বাটনে ক্লি


৮ম ধাপ সফলভাবে ফি পরিশোধ হয়ে গেলে Transaction Successful Your Payment fras been successfully completed... "মেসে


দেখাবে এবং বেশপত্র ডাউনলোড প্রি করে ০৮. বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের Website এবং প্রার্থীর মোবাইল (Mobile) ফোনে SMS এর মাধ্যমে (কেবল যোগ্য প্রার্থীদেরকে) পরীক্ষার


তারিখ,


স্থান ও সময় জানিয়ে দেয়া হবে


. বর্ণিত পদে সম্পূর্ণ ভিত্তিতে মাসিক সার্কুলা বেতনে উন্নয়ন প্রকল্পের মেয়াদকালীন সময়ের জন্য নিয়োগ করা হবে।


১০. অসত্য তথা সংবলিত/ ত্রুটিপূর্ণ আবেদনগর কোন কারণ দর্শানো ব্যতিরেকে বাতিল বলে গণ্য হবে। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোন তথ্য কাগজপত্র নিয়োগ কার্যক্রম চলাকালে যে কোন পর্যায়ে না নিযোগ প্রাপ্তির পরেও অসত্য/কুমা প্রমাণিত হলে তার দরখাস্ত/নির্বাচন/ নিয়োগ বাতিল


করা হবে এবং মিথ্যা/ভুল তথ্য সরবরাহ করার জন্য তার বিরুদ্ধে আইনগত/ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।


১১. লিখিত পরীক্ষা ও প্রার্থীরা নিম্নবর্ণিত কাগজপত্রাদির অনুলিপি ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে নির্ধারিত মৌখিক পরীক্ষার দিন প্রকল্প পরিচালক, সাপোর্ট টু ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্প, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ, সেতু ভবন, নিউ এয়ারপোর্ট রোড, ধনানী, ঢাকা-১২১২ ঠিকানায় জমা দিতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় সংশ্লিষ্ট ভাইভা বোর্ডে প্রদর্শনের জন্য সে


আনতে হবে।


(4) শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল/সামগ্রিক সনদপত্র, অভিজ্ঞতা সনদ (যদি থাকে) এর কপি, (1) সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি;


(NT) ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র, (6) ডাউনলোডকৃত Applicant Copy এর সত্যায়িত কপি ও


লিখিত পরীক্ষার প্রবেশপত্রের সত্যায়িত ফটোকপি। উল্লিখিত তথ্যাদি মোতাবেক বাছাইয়ের পর কর্তৃপক্ষের বিবেচনায় কেবল যোগ্য প্রার্থীদের নির্ধারিত তারিখে মৌখিক পরীক্ষায় অংশ গ্রহণের অনুমতি দেয়া হবে। (5)


১০.মৗখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। ১৪. নির্বাচিত প্রার্থীদের বেতন-ভাতা ও অন্যন্য সুযোগ-সুবিধা উন্নয়ন প্রকল্পে নিয়োগ সংক্রান্ত সরকারি বিধি-বিধান দ্বারা নিয়ন্ত্রিত হবে। ১৫. উন্নয়ন প্রকল্প সমাপ্তির সঙ্গে সঙ্গে চাকুরীর অবসান হবে। সে অনুযায়ী সংশ্লিষ্ট রিসানের নোটিশ হিসেবে গণ্য হবে।


১৬. কর্তৃপক্ষ পদ সংখ্যা কম // রক্ষণ করে।


এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত কোনো সংশোধন, সংযোच(যদি কে) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নিজস্ব ওয়েবসাইট Web Site:


www.bba.gov.bd তে পাওয়া যাবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top