৮১৮ পদে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি

0


 🔥বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ‼️


৮১৮ পদে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

বেতন স্কেলঃ ১৫,০০০--৩৯,০০০/




নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ Natore Palli Bidyut Samity-1


ফুলবাগান, নাটোর-৬৪০


ফোন: পিএবিএক্স-০৭৭১-৬৬৯৫৮, সরাসরি-৬৬৮৭৫ E-Mail: natorepbs1@gmail.com Web Address: www.pbs1.natore.gov.bd


তারিখ:


০৬ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ২১ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ


স্মারক নং-27.126963.012.02.008.23, 8716


“নিয়োগ বিজ্ঞপ্তি”


নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এ নিম্নোক্ত শূন্য পদে স্থায়ী ভিত্তিতে লোকবল নিয়োগ/ প্যানেল তৈরীর নিমিত্তে নিম্নবর্ণিত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাসম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে নির্ধারিত ফর্মে (স্বহস্তে পূরনকৃত) নিম্নোক্ত শর্তসাপেক্ষে সিনিয়র জেনারেল ম্যানেজার, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ বরাবর আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে।।


.


পদের নাম


বেতন ও অন্যান্য ভাতা


ডাটা এন্ট্রি অপারেটর (মহিলাদের জন্য সংরক্ষিত)


পবিস বেতন কাঠামো ২০১৬ অনুযায়ী বেতন স্কেল ১৮,৩০০-৪৬,280 ১৮,৩০০ টাকা মূল বেতন এবং নিয়মানুযায়ী বাড়ী ভাড়া, চিকিৎসা ভাতা ও অন্যান্য ভাতাদি প্রাপ্য হবেন।


পদের সংখ্যা


(দুই)টি


শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা


(ক) এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগে উত্তীর্ণ অথবা সমমানের জিপিএ (ন্যূনতম জিপিএ ২.০০) উত্তীর্ণ


টাকা এর প্রারম্ভিক ধাপ (কম বা হতে হবে। বেশী


হতে


পারে)


(খ) বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম ২০ (বিশ) শব্দ ও ইংরেজিতে প্রতি মিনিটে ৩০ (ত্রিশ) শব্দ টাইপ করতে সক্ষম হতে হবে।


(গ) কম্পিউটার সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে এবং কম্পিউটার সিস্টেম পরিচালনায় দক্ষতা


থাকতে হবে। (ঘ) সঠিক বাংলা ও ইংরেজি ব্যাকরণ, বানান, স্মৃতিচিহ্ন এবং বাক্যের গঠন সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান


থাকতে হবে। (ঙ) যাবতীয় কার্যাদি সুবিন্যস্ত ও পরিষ্কারভাবে উপস্থাপনে সক্ষম হতে হবে।


(চ) যথাযথ ফাইলিং, পত্র যোগাযোগ, তথ্য ও ফাইল ডাটা সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে। (ছ) ওয়ার্ড প্রসেসিং ও প্রিন্টিং সম্পর্কে পর্যাপ্ত আন থাকতে হবে। কম্পিউটার বিষয়ে মৌলিক


জ্ঞানসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।


যে সকল জেলার স্থ বাসিন্দাগণ আবেদন করতে পারবেন না


নাটোর, রাজশাহী, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, নওগাঁ, গাইবান্ধা, পাবনা, জয়পুরহাট, কুষ্টিয়া, রংপুর, মেহেরপুর, নড়াইল, পঞ্চগড়, নীলফামারি, পিরোজপুর, সিরাজগঞ্জ, বান্দরবন, বরগুনা


শর্তাবলী:


০১। উল্লিখিত পদে নিয়োগলাভে আগ্রহী প্রার্থীগণকে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ওয়েবসাইট (www.pbs1.natore.gov.bd) হতে নির্ধারিত আবেদন ফরম (ফরম নং পমাসপ ১১০-০০২, ভার্সন-০১) ডাউনলোড করে (পূরণযোগ্য প্রবেশপত্রসহ) স্বহস্তে যথাযথভাবে পূরণ করে আগামী ২১/১০/২০২৩ তারিখের মধ্যে অফিস চলাকালীন সিনিয়র জেনারেল ম্যানেজার, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১, ফুলবাগান, নাটোর-৬৪00 বরাবর ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রেরণ করতে হবে। সাদা কাগজে লিখিত বা টাইপকৃত কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। সশরীরে উপস্থিত হয়ে জমাকৃত আবেদনপত্র গৃহীত হবে না। উল্লিখিত তারিখের পর প্রাপ্ত কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য বিবেচিত হবে না।


০২।


আগামী ২১/১০/২০২৩ খ্রিস্টাব্দে প্রার্থীর বয়সসীমা ১৮ হতে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে, মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে ব্যয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। ব্যাসের প্রমাণক হিসেবে এইচএসসি/সমমানের সনদপত্র বিবেচিত হবে। এক্ষত্রে কোন এফিডেভিট গ্রহণযোগ্য নয়।


001


আবেদনপত্রের সাথে নিম্নোক্ত কাগজপত্রের ফটোকপি সংযুক্ত করতে হবে (প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত): (ক) স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরসভা/সিটি কর্পোরেশন মেয়র বা ওয়ার্ড কমিশনার কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র।


(ঘ) সাম্প্রতি তোলা ০৩ (তিন) কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি


(গ) সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপি।


(ঘ) জাতীয় পরিচয়পত্রের ফটোকপি। (৫) কম্পিউটার প্রশিক্ষণে উত্তীর্ণের সনদপত্র বা অভিজ্ঞতা সনদ (যদি থাকে)।


০৪। তফসিলি ব্যাংক থেকে আবেদনকারী কর্তৃক সিনিয়র জেনারেল ম্যানেজার, নাটোর পল্লী বিদ্যুৎ


সমিতি-১ বরাবর প্রেরিত ১০০.০০ (একশত)


টাকার পে-অর্ডার/ব্যাংক ড্রাফট আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে (পোষ্টাল অর্ডার গ্রহণযোগ্য নয়)।


০৫। জেলা কোটার প্রাপ্যতার ভিত্তিতে বাগেরহাট, বরিশাল, ভোলা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, চট্টগ্রাম, চুয়াডাঙ্গা, কুমিল্লা, কক্সবাজার, ঢাকা, ফরিদপুর, ফেনী, গাজীপুর, গোপালগঞ্জ, হবিগঞ্জ, জামালপুর, যশোর, ঝালকাঠি ঝিনাইদহ, খাগড়াছড়ি, খুলনা, কিশোরগঞ্জ, কুড়িগ্রাম, লক্ষীপুর, লালমনিরহাট, মাদারীপুর, মাগুরা, মানিকগঞ্জ, মৌলভীবাজার, মুন্সিগঞ্জ, ময়মনসিংহ নারায়নগঞ্জ, নরসিংদী, নেত্রকোনা, নোয়াখালী, পটুয়াখালী, রাজবাড়ী, রাঙ্গামাটি, সাতক্ষীরা, শরিয়তপুর, শেরপুর, সুনামগঞ্জ, সিলেট, টাঙ্গাইল, ও ঠাকুরগাঁ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। উল্লিখিত জেলা ব্যতিত অন্য জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নাই।


চলমান পৃষ্ঠা-০২









একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top